নিজস্ব প্রতিবেদক:
আগামিকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) শেষ হচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ে কার্যক্রম। এর আগে গত ৯ আগস্ট থেকে শুরু হয় ভর্তি কার্যক্রম। যদি তিন দফা মিলে একাদশ শ্রেণিতে ভর্তি চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়া দ্বিতীয় পর্যায়ে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে ৭ ও ৮ সেপ্টেম্বর। অনলাইনে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ করতে পারবে শিক্ষার্থীরা।
ভর্তিচ্ছুকদের http://www.xiclassadmission.gov.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া বিকাশ, নগদ, সোনালী ব্যাংক, টেলিটকের মাধ্যমে ভর্তির আবেদন ফিয়ের টাকা পরিশোধ করা যাবে।
প্রসঙ্গত, সাধারণ কলেজে ভর্তির জন্য www.xiclassadmission.gov.bd এবং কারিগরিতে ভর্তির জন্য www.btebadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারছে শিক্ষার্থীরা।
স/আ.এম