শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে স্থগিত হওয়া বিভিন্ন বর্ষের ফাইনাল পরীক্ষা অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। বৃহস্পতিবার (২০ মে) ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৬৫তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চলমান করোনা পরিস্থিতিতে সরাসরি পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না। এদিকে দীর্ঘদিন পরীক্ষা আটকে থাকায় শিক্ষার্থীরা নানা সমস্যায় পড়ছেন। তাদের কথা চিন্তা করে একাডেমিক কাউন্সিল সভায় অনলাইনে পরীক্ষা নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে পরীক্ষা কীভাবে হবে সে বিষয়ে আগামী বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
এদিকে পরীক্ষার ধরন ও মূল্যায়ন পদ্ধতি নির্ধারণে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামকে আহ্বায়ক ও রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেনকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রস্তাবিত খসড়ার ভিত্তিতে আগামী বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিল সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
কমিটির অন্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. মো. আক্তারুল ইসলাম, গবেষণা সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. সাজেদুল করিম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।