শিক্ষাজব ডেস্ক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজের অগ্রগতি দেখতে গিয়ে প্রধান শিক্ষককে তুচ্ছ-তাচ্ছিল্য করার অভিযোগ উঠেছে ডোমার উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমানের বিরুদ্ধে। নীলফামারীর ডোমারে পশ্চিম হরিনচড়ার এ ঘটনায় এলজিইডি নীলফামারীর নির্বাহী প্রকৌশলীর কাছে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন প্রধান শিক্ষক।
জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে পশ্চিম হরিনচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামত কাজ দেখতে বিদ্যালয়ে আসেন উপজেলা প্রকৌশলী। এ সময় তার সাথে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমির হোসেন। বিদ্যালয়ে আসার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক চৌধুরী উপজেলা প্রকৌশলীসহ শিক্ষা অফিসারকে কি কি কাজ হয়েছে তার বিবরণ দেন। এ সময় কিছু গড়মিল দেখে উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান আকস্মিকভাবে রেগে গিয়ে প্রধান শিক্ষককে ‘এই মিয়া’ বলে গালি দেন।
প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক অভিযোগ করে বলেন, শুধু গালি দিয়েই ক্ষান্ত হননি লেখাপড়া কতদূর ও তিনি কী পাস করেছি সেই বিষয়ে তিনি জানতে চান।
উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আমি আসলে ওইভাবে তাকে কথাগুলো বলিনি। আমি তার সাথে ফান করছিলাম আর তিনি সিরিয়াসভাবে কথাগুলো নিয়েছেন।
সূত্র: দৈনিক শিক্ষা