ক্যাম্পাসের গাছ থেকে আম পাড়ায় এক শিক্ষার্থীকে থাপ্পড় দেয়ার অভিযোগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী প্রক্টর আরিফুল ইসলামকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীর লিখিত অভিযোগ ও প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে উপাচার্য স্যার তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।’
উল্লেখ্য, শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী হাসান আলী তার স্ত্রীকে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে এসে গাছ থেকে কয়েকটি আম পাড়েন। এসময় সেখানে সহকারী প্রক্টর আরিফুল ইসলাম উপস্থিত হলে তার সঙ্গে ওই শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ওই শিক্ষার্থীকে সজোরে থাপ্পড় দেন। পরে তাকে ও তার স্ত্রীকে আবাসিক হলে আটক করে রাখেন। প্রায় এক ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ওইদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগপত্রে সহকারী প্রক্টর আরিফ কর্তৃক শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছনার বিষয়টি তুলে ধরে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় তোলেন তার সহপাঠীসহ অন্যান্য শিক্ষার্থীরা। ওই ঘটনার প্রতিবাদে শনিবার (২৪ এপ্রিল) ক্যাম্পাসে দিনব্যাপী আমপাড়া কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
পরে ওইদিনই শিক্ষার্থীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি উপাচার্যের কাছে প্রতিবেদন আকারে উপস্থাপন করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।