শিক্ষাজব ডেস্ক:
আরও একটি বেসরকারি কলেজকে সরকারি করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিষ্ঠানগুলো হলো, মাগুরার শ্রীপুর উপজেলার বঙ্গবন্ধু কলেজ। কলেজটি সরকারিকরণের বিরুদ্ধে আদালতে কোন মামলা আছে কিনা তা জানাতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও জানায়, মাগুরার শ্রীপুর উপজেলার বঙ্গবন্ধু কলেজ বিরুদ্ধে কোন মামলা আছে কিনা বা অন্য কোন অভিযোগ আছে কিনা তা জানতে চেয়েছে অর্থমন্ত্রণালয়। গত ২৫ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। সে প্রেক্ষিতে কলেজটির বিরুদ্ধে কোন অভিযোগ আছে কিনা বা কলেজ সরকারিকরণের বিরুদ্ধে আদালতে কোন মামলা আছে কিনা তা জানাতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে। গত ১০ সেপ্টেম্বর এ বিষয়ে চিঠি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।
-দৈনিক শিক্ষা