ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ । আর এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ফাইট এগেনস্ট কোভিড ১৯ গ্রুপের উদ্যোগে রাজশাহীতে পবিত্র ঈদ-উল-ফিতরের সকালে সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য এক বেলার খাবারের ব্যবস্থা করা হয়। বেলা গড়া সাথে সাথে রাজশাহীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ঘুরে তাদের এই উপহার পৌঁছে দেওয়া হয়।
ফাইট এগেনস্ট কোভিড ১৯ গ্রুপের একটি প্রজেক্ট “ ২ পট চাল ও ৪০ টাকা ” এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় । উক্ত খাবার বিতরন কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে ফেসবুক গ্রুপ” আমাদের রাজশাহী সিটি”।
“২ পট চাল ও ৪০টাকা” প্রকল্প বিগত বছরে লকডাউন থেকে শুরু হওয়ার পর থেকে রাজশাহীতে অবস্থানরত ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য নতুন নতুন ইভেন্ট নিয়ে মাঠে সরব ছিলো। তাদের ভলেন্টিয়াররা বাড়ি বাড়ি গিয়ে চাল আর কিছু অর্থ সংগ্রহ করে ক্ষতিগ্রস্তদের দুয়ারে এই উপহার পৌছিয়ে দেই।
এছাড়াও গত ২৯ রমজান, ১২ (মে ২০২০) তারিখে তারা বাড়ি বাড়ি গিয়ে অব্যবহৃত জামা কাপড় সংগ্রহ করে রি-সাইক্লিনের মাধ্যমে ঈদের এই প্রাককালে শ্রমজীবী মানুষের উপহার হিসেবে তাদের হাতে হরেক রকম রঙ্গিন জামা তুলে দিয়েছে। তারা রাজশাহী মহানগরীর জিরো পয়েন্ট,যাদুঘর ও জেলাখানার আশেপাশে এইসকল রঙিন উপহার তুলে দেয়। তাদের কাজের মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র ক্ষুদ্র রি-সাইক্লিন প্রোজেক্টের মাধ্যমে তাদের নিজ শহর রাজশাহীর মানুষের মুখে হাসি ফোটানো। এই করোনা যুদ্ধে তাদের এই পাশে বিগত সময়ে রাজশাহীবাসি যেভাবে পাশে ছিলো সামনের একই ভাবে পাশে থাকবে।
ফাইট এগেনস্ট কোভিড ১৯” গ্রুপের সদস্য (নাম প্রকাশে অনিচ্ছুক ) বলেন , করোনাকালীন সময়ে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে পড়েছে খেটেখাওয়া মানুষ জন , তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই উদ্যোগ ।