‘হাটা জামাই’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত। ঈদের দিন রাত ৮টা ১০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে নাটকটি। রাশেদ সীমান্ত ছাড়াও এতে আরও অভিনয় করেছেন, ঊর্মিলা শ্রাবন্তী কর, মাহা, অলিউল হক রুমি, সাইকা আহমেদসহ অনেকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রোমান রনি। ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘নয়ন তারা স্টোর’। মিলন ভট্টর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অহনা, রাশেদ সীমান্ত, নরেশ ভূইয়া প্রমুখ। ঈদের তৃতীয় দিন রাত ৮টা ১০মিনিটে প্রচার হবে একক নাটক ‘ভাইয়ের সাথে একান্ত আলাপে’। তারিক মুহম্মদ হাসানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, মৌসুমী মৌ, মুকিত জাকারিয়া, কচি খন্দকার, আনোয়ারা প্রমুখ। প্রবাসীর টাকার মেশিন’ শিরোনামের নাটকেও অভিনয় করেছেন রাশেদ সীমান্ত। ধারাবাহিক এ নাটকটি প্রচার হবে প্রতিদিন রাত সাড়ে ১০টায়। টিপু আলম মিলনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। রাশেদ সীমান্ত ছাড়া আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানজিকা আমিন, ডা. এজাজ, শেলী আহসান প্রমুখ। নাটকে অভিনয় প্রসঙ্গে রাশেদ সীমান্ত বলেন, ‘নাটকের গল্পগুলো অসাধারণ, আছে চরিত্রের বৈপরীত্য। সবমিলিয়ে ঈদের এ নাটকগুলোতে কাজ করে অনেক ভালো লেগেছে আমার। আমার যারা দর্শক তাদেরও নাটকগুলো দেখে ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ গেল ঈদে ‘হিল্লা বিয়ে’ শিরোনামের একটি নাটকে অভিনয় করে তুমুল আলোচনায় ছিলেন রাশেদ সীমান্ত। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন নাদিয়া। লম্বা সময় ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল নাটকটি।