শিক্ষাজব ডেস্ক:
উপবৃত্তি পাওয়া উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের টিউশন ফি বিতরণে সব কলেজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। এ শিক্ষার্থীদের টিউশন ফিয়ের টাকা পেতে অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে উচ্চমাধ্যমিক কলেজ, আলিম মাদরাসা ও বিএম কলেজগুলোকে। আর প্রতিষ্ঠানগুলোর ব্যাংক অ্যাকাউন্টের নম্বরসহ তথ্য এসইডিপি প্রকল্পের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি স্কিমের কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের।
রোববার (১৯ জুলাই) সমন্বিত উপবৃত্তি কর্মসূচি স্কিমের কার্যালয় থেকে সব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠান্য হয়।
জানা গেছে, এসইডিপি প্রকল্পের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি শীর্ষক স্কিমের আওতায় উপবৃত্তির পাওয়া শিক্ষার্থীদের টিউশন ফি দেয়া হবে। আর একই স্কিমের আওতায় ৬ষ্ঠ শ্রেণি থেকে টিউশন ফি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের টিউশন ফি দেয়া হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের টিউশন ফি দিতে উচ্চ মাধ্যমিক কলেজ আলিম মাদরাসা এবং বিএম কলেজগুলোর অগ্রণী ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে।
মাধ্যমিক শিক্ষার জন্য এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় পাঁচ বছর মেয়াদী (২০১৭-১৮ থেকে ২০২১-২২) ‘মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প’ এসইডিপি এর মোট ব্যয় ধরা হয়েছে এক লাখ ৩৯ হাজার কোটি টাকা। জানা গেছে, প্রাথমিকভাবে এর ৯৫ ভাগ অর্থ দেবে সরকার। আর মাত্র ৫ শতাংশ আসবে বিশ্বব্যাংক, এডিবি, ইউনিসেফ ও ইউনেস্কোসহ মোট ছয়টি সংস্থার কাছ থেকে।
২০১৯ খ্রিষ্টাব্দের ২৩ মে আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এসইডিপি প্রকল্পের এক কর্মশালায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে মানসম্মত শিক্ষার বিষয়টি ছিল। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এই প্রকল্পের মাধ্যমে ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির সব শিক্ষার্থীর টিউশন ফি দেয়া হবে। এছাড়াও পাবলিক পরীক্ষার ফি প্রদান, বই কেনা, উপবৃত্তি ও টিউশন ফি এবং স্টেকহোল্ডারদের প্রশিক্ষণ ও ওরিয়েন্টশন দেয়া হবে।
সূত্র: দৈনিক শিক্ষা