এক মাস স্থগিত থাকার পর ফের শুরু হয়েছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম। করোনার সংক্রমণ কমায় ষষ্ঠ থেকে নবম শ্রেণির আগামী এক সপ্তাহে অ্যাসাইমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। সোমবার (২৩ মে) মাউশির ওয়েবসাইটে এ কার্যক্রম ফের শুরু করার নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে চতুর্থ সপ্তাহের অ্যাসাইন্টমেন্ট প্রকাশ করা হয়েছে । করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে জারি করা বিধিনিষেধের কারণে গত ২৩ এপ্রিল এ কার্যক্রম স্থগিত করা হয়েছিল।
এর আগে, গত ২০ মার্চ থেকে চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে। পরে লকডাউন ঘোষণার কারণে তা স্থগিত করা হয়। তা আবার শুরু করার নির্দেশনা দিলো শিক্ষা অধিদফতর। এর আগে ২০ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেছিলেন, করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট শুরু করতে মাউশিকে নির্দেশনা দেয়া হয়েছে। দ্রুত এটি শুরু করা হবে। অ্যাসাইনমেন্টের কাজ আরও সৃজনশীল করতে কাজ শুরু করা হয়েছে বলেও জানান তিনি।