শিক্ষাজব ডেস্ক:
এমপিওভুক্ত হলেন বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত আরও ৭৩ জন শিক্ষক-কর্মচারী। চলতি মাসেই তাদের এমপিও কার্যকর হবে। এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ১৩ জন, এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ৫৯জন এবং কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের একজন শিক্ষক-কর্মচারী রয়েছেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, এ ৭৩ শিক্ষক কর্মচারীর মধ্যে নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের এবং আগে থেকে এমপিওভুক্ত প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী রয়েছে। নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা ২০১৯ খ্রিষ্টাব্দের জুলাই থেকে মে মাস পর্যন্ত বকেয়া বেতন পাবেন। আর গত আগস্টে অনুষ্ঠিত ঈদুল আযহা আর গত ২৫ মে অনুষ্ঠিত ঈদুল ফিতরের ঈদ বোনাস পাচ্ছেন শিক্ষকরা। এছাড়া গত এপ্রিল মাসে দেয়া বৈশাখী ভাতা টাকা বাবদ পাবেন তারা।
গত বছর জারি করা এমপিও নীতিমালার আলোকে এ ৭৩ শিক্ষকের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
সূত্র: দৈনিক শিক্ষা