শিক্ষাজব ডেস্ক:
সরকারি-বেসরকারি বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সুরক্ষায় করোনার টিকা নিশ্চিত করা হয়েছে। এবার করোনার টিকা পাচ্ছেন কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।
গত ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে দেশের সব বিভাগীয় কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের করোনার টিকার আওতায় নিয়ে আসার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। এরই প্রেক্ষিতে কেজি স্কুলে (বাংলা ও ইংরেজি মাধ্যম) কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের তথ্য সফট ও হার্ড কপি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর পাঠাতে হবে।
সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, সব স্তরের শিক্ষকরা যখন টিকার আওতায় আনা হচ্ছিল তখন আমাদের মধ্যে হতাশা কাজ করছিল। শেষ পর্যন্ত সরকার আমাদেরকে টিকার আওতায় আনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
জাগোনিউজ