নিজস্ব প্রতিবেদক:
একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হয়েছে। গতকাল রোববার থেকে শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে গিয়ে ভর্তি হচ্ছেন। এই কার্যক্রম চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এরপর অক্টোবর থেকেই তাদের অনলাইনে ক্লাস শুরু হতে পারে।
জানা গেছে, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে অনলাইনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলে স্বাভাবিকভাবেই ক্লাস নেওয়া হবে।’
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। তাদের মধ্যে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী একাদশে ভর্তির আবেদন করে। তবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে নম্বরপত্র, প্রশংসাপত্রসহ কোনো প্রকার প্রামাণ্যপত্র গ্রহণ না করতে বলা হয়েছে।