নিজস্ব প্রতিবেদক:
স্বপ্ন প্রকৌশলী হওয়ার। শুধু প্রকৌশলী হলেই কি চলবে? নিজের পরিচয় গড়তে চাই কত কি। তাই লেখা-পড়ার পাশা-পাশি ক্রীড়াঙ্গনে মনোযোগ। সেই ক্রীড়াঙ্গন দিয়েছে আলাদা পরিচয়। কুস্তি খেলায় স্বর্ণ জয়ে বিউটি।
রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী বাংলাদেশ জাতীয় কুস্তি প্রতিযোগিতায় স্বর্ণ পদকপ্রাপ্ত রেজিয়া সুলতানা বিউটি।
পড়া-শোনার পাশা-পাশি চালিয়েছেন কুস্তি খেলা। অর্জন করেছেন স্বর্ণও। জাতীয় কুস্তি খেলায় এমন কৃতিত্ব অর্জন করেছেন এই শিক্ষার্থী। এই কুস্তিতে স্বর্ণজয়ী বিউটির পাশে দাঁড়িয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এই নেতা শিক্ষার্থী বিউটির বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পড়া-শোনার বাকি সেমিস্টার খচর চালাবেন বলে পরিবারকে জানিয়েছেন।
আজ সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিউটির পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।