নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে ক্লাস-পরীক্ষা সব বন্ধ। তবুও সরকার স্কুল পর্যায়ে টেলিভিশনে ও কলেজ পর্যায়ে অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এতে করে শিক্ষার্থীরা সেই ক্লাস অংশগ্রহণ করেছে বলে সংশ্লিষ্টরা জানায়। তবে পরীক্ষার সময় ঠিকঠাক হয়নি এইচএসসির। ফলে পরীক্ষা নিয়ে চিন্তায় রয়েছে এই শিক্ষার্থীরা।
রাজশাহী কলেজ ফাইল ফটো
করোনাভাইরাসের সংক্রামন রোধে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠন খোলার সিদ্ধান্ত হয়নি। তবে একাদশ শ্রেণিতে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। সারাদেশের কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম আগামী ৯ আগস্ট থেকে শুরু হচ্ছে। ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
আবির আল সিয়াম নামের এক শিক্ষার্থী শিক্ষাজব ডটকমকে জানায়, এবছর এসএসসি পরীক্ষায় পাস করেছি। কিন্ত কলেজে ভর্তি হতে পারিনি। গত বছরগুলোতে বড়ভাইদের এই সময়ে ভর্তির কার্যক্রম শেষ হয়েছিল। কিন্ত আমাদের এখনও ভর্তি প্রক্রিয়া শেষ হয়নি। এতে করে আমরা বেশ-কয়েক মাস পিছিয়ে থাকলা।
আরও পড়ুন: ভালো নম্বরেই ভর্তির সুযোগ রাজশাহী কলেজে
আরও পড়ুন: সপ্তাহের সেরা ১৩ চাকরি : ৩১ জুলাই ২০২০
আরও পড়ুন: ‘শিক্ষাজব ডটকম’-এ কাজের সুযোগ
রাইহান নামের এক এইচএসসি পরীক্ষার্থী শিক্ষাজব ডটকমকে জানান, করোনাভাইরাসের কারণে পরীক্ষা পিছিয়ে গেছে। এখনো পরীক্ষা সময় ঘোষণা করা সম্ভব হয়নি। অল্প সময়ের মধ্যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত না হলে বছর লস (লোকসান) হয়ে যাবে।
তিনি আরও জানান, যদি আগামি মাসে এইচএসসি পরীক্ষা শুরু হলে দেড় মাস সময় লাগবে পরীক্ষা শেষ হতে। এর পরে ফল প্রকাশ প্রায় দুই মাস। এতে করে ডিসেম্বর মাস চলে আসবে। ফলে বছরটি শেষ হয়ে যাবে। খুবদ্রুত সিদ্ধান্ত নিলে এই বছরে পরীক্ষা, ফল প্রকাশ ও ভর্তি সম্পন্ন করা সম্ভব হবে বলে এই শিক্ষার্থী মনে করেন।
জানা গেছে, রাজশাহী শিক্ষাবোর্ডে ২০২০ সালে এসএসসি পরীক্ষায় ৯০ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৭৪ শিক্ষার্থী। পাশের হারেও এগিয়ে মেয়েরা। এ বোর্ডে মেয়েদের পাশের হার ৯১ দশমিক ৪৫ শতাংশ। আর ছেলেদের পাশের হার ৮৯ দশমিক ৩৭ শতাংশ। পাশের হারে ২০১৪ সাল থেকেই এগিয়ে মেয়েরা।
রাজশাহী কলেজের অধ্যক্ষ মুহা. হবিবুর রহমান শিক্ষাজব ডটকমকে জানান, ভর্তির বিষয়টি জানা কারও সম্ভব নয়। তবে মার্কের (নম্বর) ভিত্তিতে শিক্ষার্থীরা বিভিন্ন কলেজে ভর্তি হবে পারে। এটা একদম গোপন বিষয়। পরে চান্স পাওয়া শিক্ষার্থীদের থেকে জানা যায়, সে কত মার্কের ভিত্তিতে কলেজে ভর্তি হয়েছে।
বঙ্গবন্ধু কলেজের উপধ্যক্ষ কামরুজ্জামান শিক্ষাজব ডটকমকে জানান, করোনাভাইসকালে আমরা লেখা-পড়ার দিতে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। যদিও বিগত বছরগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরু হতো জুলাই মাসে। সবমিলে আমরা বেশি পিছিয়ে নয়।
অনলাইনে ক্লাসের বিষয়ে তিনি শিক্ষাজব ডটকমকে জানান, অনলাইনে ক্লাস কিছু সমস্যা ছিলো। যেমন নেট ও অ্যান্ডুয়েট ফোন বিষয়ে। তার পরেও যে সকল শিক্ষার্থীরা অনলাইনের ক্লাসে অংশগ্রহণ করেছে তারা উপকৃত হয়েছে। সমস্যার মধ্যে শিক্ষার্থী অনেক কিছু শিখতে পেড়েছে বলে তিনি দাবি করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ জুন এ কলেজগুলোকে একাদশ শ্রেণিতে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির অনুমতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে, করোনায় ভর্তি কার্যক্রম পরিচালনা করতে কলেজগুলোকে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া স্বাস্থ্যবিধি নির্দেশনা মেনে চলতে নির্দেশ দেয়া হয়েছিল।
২০১৫ সাল থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীরা কোন কলেজে ভর্তি হবে তা নির্ধারণ করছে শিক্ষা বোর্ড। অনলাইনে শিক্ষার্থীর আবেদনের পছন্দক্রম থেকে একটি কলেজ নির্ধারণ করা হয়। আর ভর্তির পুরো কাজটি অনলাইনে সম্পাদন করা হয়। তবে প্রচলিতভাবে ভর্তির মূল যোগ্যতা নির্ভর করে এসএসসির রেজাল্টের ওপর।
প্রসঙ্গত, সারাদেশের কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম আগামী ৯ আগস্ট থেকে শুরু হচ্ছে। ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
দেশের অসংখ্য বেকার তরুণের প্রত্যাশা একটি চাকরি। হোক না সরকারি, বেসরকারি, এনজিও, শিক্ষা বা যেকোনো প্রতিষ্ঠান। তবে সে চাকরির জন্য আবেদন জরুরি। অনেকেই হয়তো আবেদনের খোঁজ পর্যন্ত পান না। তাদের সুবিধার্থে দিনের সেরা চাকরিগুলো উপস্থাপন করছে শিক্ষাজব ডটকম। এছাড়া অন্যান্য চাকরির খোঁজ পেতে অনলাইন জব পোর্টাল শিক্ষাজব ডটকম ভিজিট করতে পারেন।