শিক্ষাজব ডেস্ক:
কোভিড-১৯ মহামারির কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যহত হওয়ায় গত ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে দ্বিতীয় টার্মের শিক্ষা কার্যক্রম শুরু করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসের জন্য স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা দিতে গ্রামীণফোনের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমঝোতা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিম কিনতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা Google Form এ প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করে আইডি কার্ড বা জন্মনিবন্ধনের স্ক্যান কপিসহ আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে জমদিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
সূত্র:দৈনিক শিক্ষা