ছুটির দিন হলেও শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সারাদেশে সড়কে ঝরেছে ১৬ প্রাণ। এরমধ্যে সিলেটেই মারা গেছে আটজন।
বগুড়া :বগুড়ার শাজাহানপুরের ঢাকা-বগুড়া মহাসড়কে বাস-ট্রাক-অটোটেম্পুর ত্রিমুখী সংঘর্ষে অটোটেম্পুর চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন । শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ :ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাকচাপায় শহিদুল ইসলাম কায়সার রনি (৩০) ওজাহিদ হাসান রাসেল (২৮) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ধোবাউড়া-হালুয়াঘাট সড়কের মেকিয়ারকান্দা বাজারের ডোমঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা :চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখিভ্যান (ব্যাটারিচালিত ভ্যান) উল্টে শিপন আলী (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন । আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) :হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসচাপায় আব্দুর রহমান সোহাগ (১৮) নামের এক টমটমচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে এ দুর্ঘটনা ঘটে।