জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) কোর্সে ভর্তির প্রাথমিক আবেদনে আগামী রোববার (১৮ সেপ্টেম্বর) থেকে অনলাইনে শুরু হবে। আগামী ১১ অক্টোবর পর্যন্ত এ কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আগামী ৯ নভেম্বর থেকে স্নাতক (পাস) কোর্সের ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আবেদন পূরণ করার পর ফি হিসেবে ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। জমা দেয়ার শেষ তারিখ ১২ অক্টোবর। এই শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের আগামী ৯ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে।