নিজস্ব প্রতিবেদক:
তিন দিনেও সন্ধান মেলেনি বেসকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী সূচনা ও স্কুলছাত্র রিমনের (১৪)। তাদের উদ্ধার কাজ করছে ফায়ার সাভিস। তবে উদ্ধার অভিযান ঘটনাস্থলে স্থগিত করা হলে নদীর এলাকার বিভিন্ন থাকা, নৌ-পুলিশ, বিজিবি ও জেলেদের বলা হয়েছে কোন মরদেহ দেখলে ফায়ার সার্ভিসকে জানাতে।
ছবিতে বাবা-মেয়ে
আজ সোমাবর (২৮ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে বিষয়টি নিশ্চিত করে রাজশাহীর ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন।
তিনি বলেন, তিনি বলেন, ডুবুরীরা ফয়ার সার্ভিসে অবস্থান করছেন। খবর পেলেই তারা ঘটনাস্থলে যাবেন। তবে নদীর তলদেশে প্রচুর স্রোত। এছাড়া আগাছা অনেক। প্রচুর বালি কনা স্তুপ পড়ছে প্রতিনিয়তই। তাই উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে।
প্রসঙ্গত, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর পবার উপজেলার সোনাইকান্দি পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবিতে ১৩ জনের মধ্যে দুজন শিক্ষার্থী নিখোঁজ হন। নিখোঁজরা হলেন- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বিবিএ’র তৃতীয় বিভাগের শিক্ষার্থী ও অষ্টম শ্রেণি ছাত্র রিমন (১৪)। এই ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে রাজশাহী নৌ-পুলিশ।