সারাদেশে শাটডাউনের সুপারিশ কার্যকর হলে স্থগিত করা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব পরীক্ষা। শুক্রবার (২৫ জুন) রাতে এতথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে।
তিনি বলেন, ‘সরকার যদি সারাদেশ শাটডাউনের সিদ্ধান নেয়, আমরা তাৎক্ষণিক সব ধরনের পরীক্ষা স্থগিত করে দেব। সরকারি সিদ্ধান্তের বাইরে পরীক্ষা নেয়া যাবে না। বিস্তারিত নোটিশ দিয়ে জানানো হবে।’ তিনি আরও বলেন, ‘যতদিন শাটডাউন চলবে ততদিনই পরীক্ষা স্থগিত থাকবে। কারণ অনলাইনে পরীক্ষার প্রস্তাব একাডেমি কাউন্সিল অনুমোদন করেনি। পরীক্ষার কারিকুলামও ঠিক হয়েছে স্বাভাবিক পদ্ধতি বিবেচনায়।’ সেশন জটের ব্যাপারে উপ-উপাচার্য বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট নেই। সব ছুটি বাদ দিয়ে পরবর্তীতে আমরা সেশনজটের সমস্যা নিরসন করব। করোনার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষা দিতে না পারে তাহলে আমরা প্রয়োজনে আলাদাভাবে পরীক্ষা নেব।’ প্রসঙ্গত, গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক হলগুলো বন্ধ রেখে সশরীরে সব ধরনের একাডেমিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে বিভিন্ন বিভাগ পরীক্ষার রুটিন প্রকাশ করে। এর আগে গত ১০ জুন থেকে বিভিন্ন বিভাগের অসমাপ্ত পরীক্ষা নেয়া শুরু হয়।