জয়পুরহাটের কালাইয়ে স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আরিফুল ইসলাম (৩৮) নামে এক শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (১৫ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রস্তম আলী এ রায় প্রদান করেন। রায়ে তাকে আরও একলাখ টাকা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন বিচারক।
দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম জেলার কালাই উপজেলার পূর্ব কৃষ্টপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।মামলার সরকারপক্ষের কৌঁসুলি ফিরোজা চৌধুরী জানান, ২০১২ সালের ১৩ মার্চ সকালে ওই গ্রামের আরিফুল ইসলাম চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর সময় স্কুল ঘরের দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামালা দায়ের করেন। পরে উচ্চ আদালত থেকে জামিন নেন আসামি আরিফুল ইসলাম। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।
সোমবার (১৫ মার্চ) সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত শিক্ষক আরিফুল ইসলামকে ১০ বছরের কারাদণ্ডসহ এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।