শিক্ষাজব ডেস্ক:
এসএসসি ও জেএসসি পরীক্ষায় নকল করার দায়ে ২২৩ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ঢাকা বোর্ড। এদের মধ্যে ২০১৯ খ্রিষ্টাব্দের জেএসসি পরীক্ষায় অংশ নেয়া ৮০ জন এবং ২০২০ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ১৪৩ জন পরীক্ষার্থী রয়েছেন। এসব পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। নকল করায় পরীক্ষা পরিচালনার নীতিমালা অনুসারে এ ২২৩ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে ঢাকা বোর্ডের শৃঙ্খলা কমিটি।
জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির সভায় নকল করা শিক্ষার্থীদের শাস্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এত সভাপতিত্ব করেন বোর্ড চেয়ারম্যান মু জিয়াউল হক। ২০১৯ খ্রিষ্টাব্দের জেএসসি পরীক্ষায় অংশ নেয়া ৮০ জন শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হলেও তারা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে আগামী বছর পরীক্ষা দিতে পারবে।
অপরদিকে ১৪৩জন এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হলেও মধ্যে ১৪২ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে আগামী বছর পরীক্ষা দিতে পারবেন। আর বাকি একজন পরীক্ষার্থী আগামী বছরেও পরীক্ষা দিতে পারবেন না।
পাঠকদের জন্য শাস্তি পাওয়া ২২৩ শিক্ষার্থীর তালিকা তুলে ধরা হল।