শিক্ষাজব ডেস্ক:
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়ে বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। চার দফা দাবিতে সিলেট শহরের বিভিন্ন এলাকায় বসবাসরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে এ আল্টিমেটাম দেয়।
সোমবার (৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এই আল্টিমেটাম দেন তারা।
গত ২১ জানুয়ারি ছাত্রীদের মেসে এক যুবকের অনুপ্রবেশের চেষ্টা, ১৯ ফেব্রুয়ারি ল্যাপটপ, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি এবং ৫ মার্চ রাতে এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণের চেষ্টার ঘটনার পরিপ্রেক্ষিতে শাবিপ্রবির সম্মিলিত সাংস্কৃতিক জোট এই কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসময় ‘নিরাপত্তা নিশ্চিত কর, নিরাপত্তা জোরদার কর’, ‘আমার বোন অনিরাপদ কেন, প্রশাসন জবাব চাই’, ‘ছিনতাই, চুরি, শ্লীলতাহানি এরপর কী?, জবাব চাই’, ‘আমরা নিরাপত্তা চাই’ প্রভৃতি স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আল্টিমেটামের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা অপ্রীতিকর ঘটনার শিকার হোক তা আমরা কেউ চাই না। তাদের একটি স্মারকলিপি পেয়েছি। শিক্ষার্থীদের সঙ্গে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেজন্য উপাচার্য স্যারের সাথে আলোচনা করে আগামীকাল (মঙ্গলবার) সিদ্ধান্ত নেব।’- জাগোনিউজ