শিক্ষাজব ডেস্ক:
প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য সংসদ টেলিভিশনের সঙ্গে রেডিওতে ক্লাস সম্প্রচার শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ বেতার এবং ১৬টি কমিউনিটি রেডিওতে প্রাথমিকের ক্লাস প্রচার করা হবে এফএম রেডিও বা স্মার্টফোনের রেডিও অপশন থেকে এসব ক্লাস শোনা যাবে। ইতোমধ্যে এর রেকর্ডিং কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে অভিভাবকদের জানাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এটুআই সমন্বয় করে রেডিওতে প্রচারের কন্টেন্ট তৈরি করবে। যেগুলো বাংলাদেশ বেতারে প্রচার করা হবে। এছাড়া ১৬টি কমিউনিটি এফএম রেডিওতে শিক্ষার্থীদের ক্লাস প্রচার করা হবে।
অধিদপ্তর সূত্র জানায়, বেতার এবং ১৬টি কমিউনিটি রেডিও তে প্রাথমিকের ক্লাস প্রচারের বিষয়টি শিক্ষার্থী এবং অভিভাবকদের জানাতে বলা হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, ইতোমধ্যে বাংলাদেশ বেতারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা ফ্রিতে এটি সম্প্রচার করবেন। বাংলাদেশ বেতারের পাশাপাশি, এফএম রেডিওতে ক্লাস সম্প্রচার করা হবে বলে জানান তিনি।
সূত্র: দৈনিক শিক্ষা