বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে গিয়ে নিজের প্রাণটাই দিয়ে দিলেন এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। ২৪ বছর বয়সী নিহতের নাম আসাদুজ্জামান জলিল।
শনিবার (২৪ এপ্রিল) দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এসে বিষপান করেন। বিকেলে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
আসাদুজ্জামান জলিল রংপুর জেলার পীরগঞ্জ থানার মির্জাপুর গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির সিএসসি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
শনিবার রাত ১১টার দিকে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফজর আলী। জানা গেছে, আশুলিয়ার ডেন্ডাবর এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জলিলের। শনিবার দুপুরে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এসেছিলেন জলিল। পরে তরুণীর পরিবারের কাছ থেকে অসংগতিপূর্ণ আচরণ পেয়ে জলিল বিষপান করেন।
এ সময় স্থানীয়রা উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই ফজর আলী বলেন, বিষয়টি প্রেমসংক্রান্ত ঘটনা। আমরা গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সূত্র : সময় সংবাদ