বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস বক্সিং ডিসিপ্লিনে ৬৪ কেজি তে ব্রোঞ্জ পদক পেয়েছে রাজশাহীর ছেলে মেহেদি হাসান নিলয় । খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা , প্রতিযোগিতায় পাঁচটি স্বর্ণ, দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক জিতে সেরার মুকুট পরেছে আনসার। তিনটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জপদক জিতে রানার্সআপ হয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ পুলিশ দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক জিতে তৃতীয় হয়েছে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বক্সিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, সহসভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী পারভেজ এ সময় উপস্থিত ছিলেন।