বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এক প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিবাদী সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা-ঘাটে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। কিন্তু অপরাধীদের কোনো বিচার হচ্ছে না। এসব বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে বিভিন্ন ধরনের হামলা ও মামলার শিকার হতে হয়। এর পেছনে রয়েছে একটি মাফিয়া শক্তি।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীরা রাষ্ট্রের মূল চালিকা শক্তি। তাই পুলিশি কায়দায় অনেক সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে। কিন্তু এর কোনো বিচার হয় না। যার ফলে এই বিচারহীনতার সংস্কৃতি এসব হামলা-মামলার জন্য দায়ী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ছাত্র আমান উল্লা আমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর, সাংস্কৃতিক জোটের সভাপতি মানিক, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক রঞ্জু হাসান, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহব্বত হোসেন মিলন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য শাকিল প্রমুখ।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার মধ্যরাতে মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আশেপাশের শিক্ষার্থীরা সহপাঠীদের উদ্ধার করতে এগিয়ে আসেন। এ সময় তারাও হামলার শিকার হন। দুর্বৃত্তদের এ হামলায় ১১ জন আহত হয়েছেন। বর্তমানে তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
সূত্র : স্টেট টাইমস