বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের(ভিইউআইএসি) আয়োজনে ‘স্টাডি ইন জার্মানি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার( ৯ মে) দুপুর ৩ টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এসময় সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- রাইন ওয়াল বিশ্ববিদ্যালয়,জার্মানির ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সায়েন্সের মাস্টার্সের শিক্ষার্থী নাফিসা আনজুম সামিয়া। এছাড়া আরো যুক্ত ছিলেন- টেকনিক্যাল ইইউনিভার্সিটি অব ইংগোলস্টাড জার্মানির অটোনোমাস ভিয়েকেল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী শেখ মো.আসিফুর রহমান এবং এপ্লিকেন্ট দিপ্ত বর্মন।
এসময় বক্তারা সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জার্মানিতে স্টাডির জন্য একাডেমিক ভালো রেজাল্টটা বেশি প্রয়োজন। সে জন্য যারা যারা উচ্চ শিক্ষার জন্য জার্মানি যেতে চান তারা অবশ্যই একাডেমিক রেজাল্টের দিকে খেয়াল রাখবেন। এবং বর্তমানে অনেকক্ষেত্রেই দেখা যায় যে এজেন্সি গুলা প্রতারণা করে। তাই এক্ষেত্রে কোন এজেন্সির সাহায্য ছাড়াই নিজেরাই আবেদন করবেন।সভাপতি মো.মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন- সাংগঠনিক সম্পাদক বর্নালি ঘোষ এবং সিনিয়র এক্সিকিউটিভ শাশ্বতী ব্যানার্জি।
ভিইউআইএসি’র সভাপতি মো.মাহমুদ হাসান বলেন, সংগঠনটির সভাপতি হিসেবে আমি আগামীতে এরকম বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রমের আয়োজন করবো যার দ্বারা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপকৃত হবে।’