বিদেশি শিক্ষার্থীদের কাছে অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন দেশের ২২১ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।
দেশের ৪৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পেলেও বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় এখন এগিয়ে রয়েছে বশেমুরবিপ্রবি। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৪৬তম বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
৪৬তম বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮০৪ জন। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৪৮২ জন। ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও বিদেশি শিক্ষার্থী কম থাকার কারণ হিসেবে দায়ী করা হয় গবেষণা, স্কলারশিপ, উপযুক্ত আবাসনের সুযোগ সুবিধা কম থাকাকে।
তবে সবকিছুকে উপেক্ষা করে বর্তমানে বিদেশি শিক্ষার্থী সংখ্যায় এগিয়ে বশেমুরবিপ্রবি। এর পরেই ১৬৬ জন বিদেশি শিক্ষার্থী নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ৫১ জন বিদেশি শিক্ষার্থী নিয়ে তৃতীয় অবস্থানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।উল্লেখ্য, বশেমুরবিপ্রবি’তে সর্বপ্রথম ২০১৬-১৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি সেল গঠন করা হয়। সেসময় ৩০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম।