শিক্ষাজব ক্রীড়া ডেস্ক:
বাংলা ট্রাক ক্রিকেট একাডেমি করোনা ভাইরাস কালীন অনলাইন কার্যকম। বিষয় উইকেট কিপিং এবং ফিল্ডিং টিপস। সরাসরি যুক্ত হতে শিক্ষাজব লেখায় ক্লিক করুন।
অতিথিরা হলেন- গোলাম মর্তুজা, বিদ্যুৎ ও সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ সুজন। সঞ্চালনায় রয়েছেন, একাডেমির পরিচালক মুক্তাদির।
জানা গেছে, বাংলা ট্রাক ক্রিকেট একাডেমিতে প্রতিদিন ক্রিকেটাররা প্রশিক্ষণ নেন। এই একাডেমিতে বেশ কয়েকজন কোচ রয়েছেন। তারা প্রতিনিয়তই ক্রিকেটকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করছে।
দেশের অসংখ্য বেকার তরুণের প্রত্যাশা একটি চাকরি। হোক না সরকারি, বেসরকারি, এনজিও, শিক্ষা বা যেকোনো প্রতিষ্ঠান। তবে সে চাকরির জন্য আবেদন জরুরি। অনেকেই হয়তো আবেদনের খোঁজ পর্যন্ত পান না। তাদের সুবিধার্থে দিনের সেরা চাকরিগুলো উপস্থাপন করছে শিক্ষাজব ডটকম। এছাড়া অন্যান্য চাকরির খোঁজ পেতে অনলাইন জব পোর্টাল শিক্ষাজব ডটকম ভিজিট করতে পারেন।
স/আ.এম