নিজস্ব প্রতিবেদক:
বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুর রহমানকে বদলি করা হয়েছে। তাকে নারায়গঞ্জের বন্দরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে। আর বাঘায় শিক্ষা অফিসার হিসেবে আসছেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার দিঘানালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবা্ইদ হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, এনিয়ে গত ২০ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর এই প্রজ্ঞাপন জারী করেন। এতে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত কর্মকর্তাগণকে নিজ বেতন ও বেতন স্কেলে নামের পাশ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বদলিভিত্তিক পদায়ন করা হলো। একই সময় মোট ২০ জন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বদলী আদেশ জারী হয়।