শিক্ষাজব ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে নাচোল পৌর এলাকার উপজেলা পরিষদের সামনে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কাউনাইন ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে নাচোল থানার ওসি সেলিম রেজা জানান, ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি পুলিশ আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সূত্র: দৈনিক শিক্ষা