জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবুকে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। শুধু তাকেই নয়, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যান্ডি কোটামকেও আনছে দেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটি।
বিকেএসপিতে বিদেশি ক্রিকেট কোচ নিয়োগ দেওয়ার উদ্যোগ ছিল আগে থেকেই। গত কয়েক মাসে আলোচনার পর দুইজনের চুক্তি পাকাপাকি হয়েছে। দুইজন বিদেশি কোচ নিয়োগের অনুমতি চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম।
টাইবু বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে বেশ জনপ্রিয়। তার নেতৃত্বে জিম্বাবুয়ে বেশ কয়েকবার খেলেছে বাংলাদেশে। তার দলের বিপক্ষেই প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগেও বেশ কয়েক বছর খেলেছেন তিনি। এবার বিকেএসপির ক্রিকেট কোচ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে তাকে।
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কোটাম খুব চেনাজানা কেউ না হলেও বেশ অভিজ্ঞ। বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন তিনি। এর আগে ইন্দোনেশিয়ার নারী ক্রিকেট দল ও এইচপির কোচ ছিলেন। সরকারি অনুমোদন পেয়ে গেলে এ মাসের মধ্যেই তারা যোগ দেবেন।