নিজস্ব প্রতিবেদক:
প্রত্যাশার এসএসসির ফলাফল হাতে পেয়েছে শিক্ষার্থীরা। কিন্তু ছিলো না কলেজে ভর্তির কিনারা। তবে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তির কার্যক্রম আগামী ৯ আগস্ট থেকে শুরু হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে করোনাভাইরাসের কারণে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষামন্ত্রণালয়।
তবে রাজশাহীতে কোন কলেজে ভর্তির ক্ষেত্রে আলাদাভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। মার্কের (নম্বর) ভিত্তিতে অবেদন করবে শিক্ষার্থীরা। এর পরে বোর্ড ফলাফলের নম্বরের ভিত্তিতে কলেজে ভর্তির সুযোগ দেবে শিক্ষার্থীদের।
আরও পড়ুন: বাংলাদেশ নির্বাচন কমিশনে ২৭৩ জনের চাকরি সুযোগ
আরও পড়ুন: আকিজ জুট মিলসে ৫৫ জনের চাকরির সুযোগ
রাজশাহী কলেজের অধ্যক্ষ মুহা. হবিবুর রহমান জানান, ভর্তির বিষয়টি জানা কারও সম্ভব নয়। তবে মার্কের (নম্বর) ভিত্তিতে শিক্ষার্থীরা বিভিন্ন কলেজে ভর্তি হবে পারে। এটা একদম গোপন বিষয়। পরে চান্স পাওয়া শিক্ষার্থীদের থেকে জানা যায়, সে কত মার্কের ভিত্তিতে কলেজে ভর্তি হয়েছে।
তিনি আরও জানান, রাজধানীর নটর ডেম ভর্তি পরীক্ষা নেয়। এছাড়া তেমন ভর্তি পরীক্ষা হয় না। রাজশাহী কলেজে গত বছর (২০১৯ সাল) বিজ্ঞান বিভাগ থেকে ১২২২ নম্বর পর্যন্ত ভর্তির সুযোগ পেয়েছে শিক্ষার্থী বলে জানান তিনি। তবে এবছর বলা যাচ্ছে না কত নম্বরে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।
জানা গেছে, গত ১ জুন এ কলেজগুলোকে একাদশ শ্রেণিতে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির অনুমতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে, করোনায় ভর্তি কার্যক্রম পরিচালনা করতে কলেজগুলোকে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া স্বাস্থ্যবিধি নির্দেশনা মেনে চলতে নির্দেশ দেয়া হয়েছিল।
২০১৫ সাল থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীরা কোন কলেজে ভর্তি হবে তা নির্ধারণ করছে শিক্ষা বোর্ড। অনলাইনে শিক্ষার্থীর আবেদনের পছন্দক্রম থেকে একটি কলেজ নির্ধারণ করা হয়। আর ভর্তির পুরো কাজটি অনলাইনে সম্পাদন করা হয়। তবে প্রচলিতভাবে ভর্তির মূল যোগ্যতা নির্ভর করে এসএসসির রেজাল্টের ওপর।
প্রসঙ্গত, সারাদেশের কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম আগামী ৯ আগস্ট থেকে শুরু হচ্ছে। ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
দেশের অসংখ্য বেকার তরুণের প্রত্যাশা একটি চাকরি। হোক না সরকারি, বেসরকারি, এনজিও, শিক্ষা বা যেকোনো প্রতিষ্ঠান। তবে সে চাকরির জন্য আবেদন জরুরি। অনেকেই হয়তো আবেদনের খোঁজ পর্যন্ত পান না। তাদের সুবিধার্থে দিনের সেরা চাকরিগুলো উপস্থাপন করছে শিক্ষাজব ডটকম। এছাড়া অন্যান্য চাকরির খোঁজ পেতে অনলাইন জব পোর্টাল শিক্ষাজব ডটকম ভিজিট করতে পারেন।