নিজস্ব প্রতিবেদক:
মহানগর টেকনিক্যাল অ্যাড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে ৪৫তম জাতীয় শোক দিবস পালিত হয়েছে । শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে নয়টায় রাজশাহী নগরীর উপকন্ঠ কাপাশিয়ায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সপ্তাহের সেরা ১৪ চাকরি : ১৪ আগস্ট ২০২০
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের অধ্যক্ষ মো: জহুরুল আলম রিপন। শিক্ষক ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যক্ষ মো: জহুরুল আলম রিপন, সহকারী অধ্যাপক মো: গোলাম মোস্তফা, ইন্সট্রাক্টর মো: মাসুদুজ্জামান মুক্তি প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় ইন্সটিটিউটে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও প্রধান অতিথি মো: জহুরুল আলম রিপন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের বিভিন্ন দিকসহ ’৭৫-এর ১৫ আগস্টের ভয়াবহ নৃশংসতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং উপস্থিত সকলকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ অনুসরণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার আহবান জানান। অনুষ্ঠান শেষে ইন্সটিটিউটে ১৫ আগস্ট এর শহীদদের আত্মার মাগফরোত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।