নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর শহিদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার গাধা পরিবারের নতুন অতিথি শাবকটির মৃত্যু হয়েছে। জন্মের ২৪ ঘণ্টা পর শাবকটির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এর আগে জন্মের সময় শাবকটির বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন তারা। জন্মের পর থেকে শাবকটি উঠে দাঁড়াতে পারেনি। নিজে থেকে মায়ের দুধও পান করতে পারেনি।
চিড়িয়াখানার কর্মচারীরা ফিডারে করে শাবকটিকে দুখ খাওয়াচ্ছিলেন। গত (২১ আগস্ট) শুক্রবার সকালে গাধা পরিবারে এই নতুন অতিথি এসেছিলো।
রাজশাহী সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সমর কুমার পাল জানান, শাবকটি খুবই নাজুক অবস্থায় জন্ম নিয়েছিলো। অপুষ্টতার কারণে সে ওঠে দাঁড়াতে পারেনি। শাবকটিকে বাঁচানোর সব রকম চেষ্টা করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায় নি। শাবকটি (২২ আগস্ট) শনিবার সকাল ১০ টার দিকে মারা যায়।
তিনি আরো জানান, বর্তমানে চিড়িয়াখানায় ৫ টি গাধা আছে। শাবকটির মা এখন সুস্থ আছে।