গাজীপুরের টঙ্গীতে মোবাইল ফোন কেড়ে নেয়ায় গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থী (১৮) আত্মহত্যা করেছেন।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ওই শিক্ষার্থী টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা ইউসুফ জমাদ্দারের মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে একটি কোচিংয়ে অধ্যয়ন করছিলেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম জানান, ওই শিক্ষার্থী মোবাইল ফোনে আসক্ত ছিলেন। রোববার রাতে কারও সঙ্গে অতিরিক্ত সময় কথা বলার কারণে তার মা মোবাইল ফোনটি কেড়ে নেন। এরপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ সোমবার সকালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সূত্র : জাগো নিউজ