নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিভাগে ঈদের আগে ও পরে দুর্ঘটনায় আট জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত একসপ্তায় শিক্ষা পরিবারের এসব শিক্ষক-শিক্ষার্থীদের মৃত্যু হয়। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকসহ পাঁচজন, একজন পানিতে ডুবে, একজনকে কুপিয়ে হত্যা ও একজন খেলতে গিয়ে নিহত হয়েছেন। এসব দুর্ঘটনা বেশিরভাগ মোটরসাইকেলে ঘটেছে। বাকি ঘটনার মধ্যে কোনটিতে ইউডি মামলা, কোনটিতে গাড়ি পলাতক। এছাড়া একটি ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিনিধি ও সংশ্লিষ্ট থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।
ফাইল ফটো
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়ায় সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণির ছাত্র আবু রায়হানের (২০) মৃত্যু হয়। এর আগে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পরে আবু রায়হান পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
একইদিনে, নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে নাফিস হোসেন (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ওইদিন দুপুরে সহপাঠিদের সাথে বাড়ির পাশে বন্যার জলাবদ্ধ পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একইদিনে সকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের স্বরূপনগর এলাকায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক গোলাম সারওয়ার কাউনাইন নামে (৫৯) এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত গোলাম সারওয়ার কাউনাইন হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরুপনগর মহল্লার মৃত দেলখোস উদ্দিনের ছেলে এবং নবাবগঞ্জ শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওইদিন বিকেলে ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল খেলায় অংশ নিয়ে খেলা চলাকালীন সময়ে ইয়াসিন আলী শাকিল (২০) নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু হয়েছে। নিহত শাকিল জয়পুরহাট সদর উপজেলার করিমনগর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
শাকিল সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। করোনায় বিশ্ববিদ্যালয় বন্ধ হলে শাকিল গত মার্চ মাসে বাড়ি আসে। তার আকষ্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান শাকিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত (১ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তারা হলো- শিবগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকার সামিউল ইসলাম ছেলে শামীম (৭) ও নাচোল উপজেলার জোনাকি পাড়া এলাকার মিলন আলীর ছেলে আজমীর (৯)। শিবগঞ্জ থানা পুলিশ জানায়, শিশুরা রাস্তায় খেলা ধুলার সময় এদিক ওদিক ছোটাছুটি করছিল। এমন অবস্থায় শিশু শামীম হঠাৎ করে চলন্ত ট্রাকের সামনে এসে পড়লে ঘাতক ট্রাকটি শামিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শামিম মারা যায়। এছাড়া নাচোল উপজেলায় আজমীর সড়ক দুর্ঘটনায় মারা যায়।
মঙ্গবার (৪ আগস্ট) বগুড়ার আদমদীঘির রক্তদহ বিলে নৌকা ডুবে মা ও প্রথম শ্রেণির স্কুলছাত্র ছেলে মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- মা চাঁদনী বেগম (২৯) ও ছেলে সাদ (৭)। তারা উপজেলার সান্দিড়া গ্রামের শহীদ হোসেনের স্ত্রী ও ছেলে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত (২৮ জুলাই) সিরাজগঞ্জের সলঙ্গায় চাচাতো ভাইয়ের দায়ের কোপে নিহত শাপলা খাতুন (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। শাপলা ধামাইলকান্দি কেফায়েত আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রী। অপরদিকে, আটক ওই যুবকের নাম আশিক। সে একই গ্রামের আব্দুল আজিজের ছেলে। সলঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জেড মো. তাজুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
স/আ.এম