নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে বিবেক ঘোষ (১০) নামের পঞ্চম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বিবেক নগরীর কাজিহাটা এলাকার সন্তোষ ঘোষের ছেলে।
রাজশাহী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বিবেক নগরীর শ্রীরামপুর এলাকায় নদীতে সাঁতার কাটতে নামে। এসময় গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে উদ্ধার চেষ্টা চারিয়ে ব্যার্থ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেন দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুন্নবীর নেতৃত্বে একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ডুবুরী আব্দুর রাজ্জাক ১০ মিনিট পর পানির তলদেশে বিবেককে খুঁজে পান। এসময় দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। রামেকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিবেককে।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এনিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।