নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে Level-5 কোর্সের সমাপনী অনুষ্ঠান হয়েছে। আজ বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর) সকালে নগরীর সপুরার রাজশাহী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স রুমে এ কোর্সের সমাপনী অনুষ্ঠান হয়।
কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো। কামরুজ্জামান।বিশেষ অতিথি ছিলেন, সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী ও সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশের কাতারে সামিল করার লক্ষ্য সামনে যে রূপকল্প ২০৪১ এর রূপরেখা অনুমোদন দিয়েছে সরকার, সেটিকে বাস্তবায়নে শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। একমাত্র কারিগরি শিক্ষায় পারবে দেশের বেকারত্ব দুর করতে যা অন্যন্য দেশে হয়েছে এবং আগামীতে রাজশাহী টিটিসি হবে দেশের একমাত্র মডেল টিটিসি, যা সারাদেশে দক্ষ জনশক্তি ছড়িয়ে দিবে।
জানা গেছে, মাষ্টার ট্রেইনার তৈরির লক্ষ্যে মোট ২০ জন প্রশিক্ষক Level-5 কোর্স সমাপ্ত করেন। গত ২৯ আগস্ট থেকে শুরু হওয়া ১৭ দিন ব্যাপী এ কোর্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাষ্টার ট্রেনার মো: আনোয়ার হোসেনসহ প্রশিক্ষণে অংশগ্রহনকারীগণ উপস্থিত ছিলেন।