এতে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। কারণ, পরীক্ষা স্থগিতের ঘোষণা শুনে অনেকে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। মধ্যরাতে সিদ্ধান্ত পরিবর্তন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনায় সরব হন তারা। গণপরিবহন বন্ধ থাকায় কীভাবে পরীক্ষায় অংশ নেবেন তা বুঝতে পারছেন না। ফলে শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য বিশেষ বাস সার্ভিস চালু করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৮ জুন) থেকে বুধবার (৩০ জুন) পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। বাসগুলো প্রতিদিন সকাল ৮টায় নগরীর অলংকার, নিউমার্কেট, বড়পুল ও রাহাত্তারপুল এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে এবং বিকাল সাড়ে ৪ টায় ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশে ছেড়ে যাবে। বিষয়টি নিশ্চিত করে চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ৩০ জুন পর্যন্ত চলমান পরীক্ষাগুলো সম্পন্ন করতে শিক্ষার্থীদের সুবিধার্থে এই বাস সার্ভিস চালু করা হচ্ছে। এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের সিদ্ধান্ত মোতাবেক কঠোর লকডাউনের কারনে শনিবার (২৬ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় ২৭ জুন হতে চবির সকল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে ঢাকা পর্যন্ত বাস সেবারও ঘোষণা দেওয়া হয়।
তবে সরকার ২৮ জুনের পরিবর্তে ১ জুলাই থেকে লকডাউন দেওয়ায় পরীক্ষা স্থগিত ঘোষণা করার চার ঘণ্টার মাথায় সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ঢাকায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্তও বাতিল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৩০ জুন) পর্যন্ত সব ধরনের পরীক্ষা চলবে।