লালমনিরহাটের কুলাঘাট সীমান্তে ফেনসিডিলসহ কলেজ শিক্ষক জাহাঙ্গীর আলম শাহীনকে গ্রেফতার করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে লালমনিরহাটের কুলাঘাট সীমান্ত এলাকা থেকে তিনি গ্রেফতার হন ।
শুক্রবার (১৬ এপ্রিল) সকালে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। গ্রেফতার জাহাঙ্গীর আলম শাহীন লালমনিরহাট সদরের দালালটারি গ্ৰামের আব্দুস ছালাম ছেলে। তিনি আদিতমারী মহিষখোঁচা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক।
বিজিবি সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে সদর উপজেলার কুলাঘাট সীমান্তবর্তী এলাকায় আসা-যাওয়া করতেন জাহাঙ্গীর। বৃহস্পতিবার রাতে সীমান্তে এসে তিনি বিজিবির টহলরত সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ সময় তার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। পরে তাকে সদর থানায় সোপর্দ করে বিজিবি।