শিক্ষাজব ডেস্ক:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বুক সর্টার, নিরাপত্তা প্রহরী, মালী ও পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে। রাজধানীর ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সোমবার (৮ মার্চ) রাতে এ আসনবিন্যাস প্রকাশ করা হয়।
জানা গেছে, টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রার্থীদের পরীক্ষায় অংশ নিতে হবে।
পাঠকদের জন্য আসনবিন্যাসটি তুলে ধরা হলো।
সূত্র: দৈনিক শিক্ষা