আগামী ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। শোকদিবসে যথাযথভাবে ভাবগাম্ভীর্য সঙ্গে পালন করতে হবে সব সরকারি বেসরকারি স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা অফিসগুলোকে।
জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা অফিসগুলোর দৃশ্যমান স্থানে জাতীয় শোক দিবসের ভাবগাম্ভীর্য অক্ষুন্ন রেখে ব্যানার স্থাপন করে পুরো আগস্ট মাস তা প্রদর্শন করতে বলা হয়েছে। এ ড্রপডাউন ব্যানারের নমুনা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে গত ২৫ জুলাই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা অফিসগুলোর দৃশ্যমান স্থানে জাতীয় শোক দিবসের ভাবগাম্ভীর্য অক্ষুন্ন রেখে ব্যানার স্থাপন করে পুরো আগস্ট মাস তা প্রদর্শন করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সিদ্ধান্ত হয়েছিলো, শিক্ষা মন্ত্রণালয়ের সব দপ্তর বা সংস্থার কার্যালয়ের এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা সংশ্লিষ্ট অফিসগুলোর দৃশ্যমান স্থানে জাতীয় শোক দিবসের ভাবগাম্ভীর্য অক্ষুন্ন রেখে ব্যানার স্থাপন করতে হবে। ব্যানারগুলো পুরো আগস্ট মাস প্রদর্শন করা যেতে পারে। বিবর্ণ, ছেড়া ব্যানার ব্যবহার করা যাবে না। ব্যানার বিবর্ণ হলে প্রয়োজনে পুনঃস্থাপন করতে হবে। পোস্টার এবং ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া অন্য ছবি ব্যবহার করা যাবে না।
মন্ত্রণালয় থেকে ব্যানারের নমুনা তৈরি করে সব দপ্তর, সংস্থায় পাঠানো হবে। দপ্তর, সংস্থা তা অনুসরণ করবে। শিক্ষা মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারীগণ আগস্ট মাসব্যাপি কালো ব্যাজ ধারণ করবেন।
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপে ‘ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপ
বিভাগের নাম: ইনস্পেকশন, বিওজিসিএল
পদের নাম: ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং)
অভিজ্ঞতা: ০২ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা (দক্ষিণ কেরানীগঞ্জ)
আবেদনের নিয়ম: আগ্রহীরা www.jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২২