সবাই পরীক্ষার হলে, বাইরে দাঁড়িয়ে কাঁদছিলো পল্লব! ঘড়ির কাঁটায় ঠিক বেলা ১১টা। এসএসসি পরীক্ষার্থীরা সবাই কেন্দ্রে ঢুকে গেছে। অথচ একজন পরীক্ষার্থী কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে কাঁদছিলো। গতকাল বৃহস্পতিবার লালমনির হাটের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এমনই দৃশ্য দেখা গেলো। ওই পরীক্ষার্থীর নাম পল্লব রায়। সে উপজেলার শংকর বাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের কলেজের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ছিলেন।
অধ্যক্ষের সঙ্গে কথা হলে তিনি আশ্বস্ত করেছিলেন সকালে পরীক্ষা কেন্দ্রে এসে সব ঠিক করে দেবেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
শংকর বাজার টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের শিক্ষকরা জানান, পল্লব রায় একজন নিয়মিত শিক্ষার্থী ছিলেন। সে অধ্যক্ষের কাছে ফরম পূরণের টাকা দিয়েছিলো। কিন্তু তিনি ওই টাকা আত্মসাৎ করেছেন। এজন্য পল্লব রায় পরীক্ষা দিতে পারছে না।
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধু সূদন সাহা বলেন, বিষয়টি বৃহস্পতিবার সকালে জানতে পেরেছি। তবে এখন আর তার পরীক্ষায় অংশগ্রহণ করানোর সুযোগ নেই। ওই পরীক্ষার্থী চাইলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান জানান বলেন, আমাকে বিষয়টি পল্লবের অভিভাবক মৌখিকভাবে জানিয়েছেন, তখন অনেক চেষ্টা করেছি সামাধানের। কিন্তু অধ্যক্ষ না আসায় কোন কিছু করা সম্ভব হয়নি। তবে আমাদের লিখত অভিযোগ দিলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো।