নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফাসহ শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সমাবেশ করেছে ছাত্র ফেডারেশন। সোমবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজশাহী মহানগর সম্পাদক জিন্নাত আরা সুমু, কেন্দ্রীয় অর্থ-সম্পাদক আব্দুর রহমান নবীন বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, সরকার জনগণ ও ছাত্রদের আন্দোলন ভয় পায়। ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ বাহিনীকে লেলিয়ে দেয়। পুলিশ শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালায়। সেখান থেকে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফাসহ শিক্ষার্থীদের আটক করে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন রাবি শাখার দপ্তর সম্পাদক অন্তু বিশ্বাস, মহানগর শাখার সদস্য ইশতিয়াক আহমেদ, মুনিম ইসলাম প্রমুখ।