শিক্ষাজব ডেস্ক:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য ড. মো. হারুনর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে করোনার উপসর্গে অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়েছে।
এর আগে সোমবার করোনা পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন ভিসি ও তার স্ত্রী।
তবে তাদের কোভিড পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি।
পবিপ্রবির দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুল ইসলাম জানান, করোনার উপসর্গ থাকায় ভিসি ড. মো. হারুনর রশীদকে সস্ত্রীক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য, উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ ডায়াবেটিস, অ্যাজমা ও ফুসফুসে সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।
সূত্র: যুগান্তর