শিক্ষাজব ডেস্ক:
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের মামলায় রিমান্ডে থাকা আটজনের মধ্যে প্রধান আসামি সাইফুর রহমানসহ ছাত্রলীগকর্মী রবিউল ইসলাম ও অর্জুন লস্কর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পাঁচদিনের রিমান্ড শেষে শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টার দিকে কড়া পুলিশ পাহারায় আসামিদের আদালতে নিয়ে আসে পুলিশ। এরপর বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অর্জুন ও সাইফুর রহমানের জবানবন্দি গ্রহণ করেন অতিরিক্ত মুখ্য মহানগর বিচারিক হাকিম মোহাম্মদ জিয়াদুর রহমান। এছাড়া মামলার পাঁচ নম্বর আসামি রবিউলের জবানবন্দি গ্রহণ করেন মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুর রহমান।
প্রথমে গণধর্ষণের ঘটনায় নিজের দায় স্বীকার করে জবানবন্দি দেন মামলার চার নম্বর আসামি অর্জুন লস্কর। তিনি একবার ওই নারীকে ধর্ষণ করেন বলে জানান।
এরপর ঘটনার সঙ্গে নিজে জড়িত থাকার কথা জানিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামলার প্রধান আসামি সাইফুর রহমান। রাত সাড়ে ১০টা পর্যন্ত সাইফুরের জবানবন্দি গ্রহণ করেন বিচারক জিয়াদুর রহমান।- জগোনিউজ