শিক্ষাজব ডেস্ক:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার মাগুড়াডাঙ্গা গ্রামের আব্দুল মতিনের ছেলে। রোববার (১৯ জুলাই) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। এর আগে শনিবার রাতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
উল্লাপাড়া মডেল থানায় যোগাযোগ করলে এই ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক গাজীউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা করানোর প্রক্রিয়া চলছে।
সূত্র: দৈনিক শিক্ষা