স্কুলের গেট ভেঙে প্রাণ গেলো শিশুর। আর কখনো মা-বাবার হাত ধরে বিদ্যালয়ে আসবে না শিশু শ্রাবন দেওয়ান (৬)। বিদ্যালয়ের প্রবেশদ্বারের লোহার গেট তার স্কুলে আসার পথ বন্ধ করে দিয়েছে। বুধবার (১০ আগস্ট) খাগড়াছড়ি সদরের খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙে শ্রাবন দেওয়ান নিহত হয়।
নিহত শ্রাবন দেওয়ান খাগড়াছড়ি সদরের নারায়ন খাইয়া এলাকার বাসিন্দা প্রনয় দেওয়ানের ছেলে। সে ওই বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরো পড়ুন: কাতার বিশ্বকাপের সূচি বদলে যাচ্ছে
আরো পড়ুন: চাকরি দেবে বাংলাদেশ শিশু হাসপাতাল
আরো পড়ুন: শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালের দিকে মায়ের সঙ্গে স্কুলে যায় শ্রাবন দেওয়ান। স্কুলে প্রবেশের সময় হঠাৎ করেই বিদ্যালয়ের প্রবেশদ্বারের লোহার গেট খুলে তার গায়ের ওপর পড়ে। তাৎক্ষণিক উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম বলেন, ঘটনার পরপরই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। কেউ যদি অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।- জাগোনিউজ
আরো পড়ুন:
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় চাকরি, বেতন ১ লাখ ১৬ হাজার
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তেরে দেস হোমসে ‘মেডিক্যাল সুপাভাইজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা
আগামী ১৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: তেরে দেস হোমস
পদের নাম: মেডিক্যাল সুপারভাইজার
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস
অভিজ্ঞতা: ০২ বছর
বেতন: ১,১৬,০০০ টাকা
চাকরির ধরন: ফুল টাইম, চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: টেকনাফ
আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com/jobdetails.asp?id=1073986 এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ আগস্ট ২০২২
শপআপে চাকরির সুযোগ
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপে ‘ক্রিটিক্যাল এসকেলেশন এক্সপার্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী
১৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: শপআপ
বিভাগের নাম: কাস্টমার এক্সপেরিয়েন্স
পদের নাম: ক্রিটিক্যাল এসকেলেশন এক্সপার্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ০১-০৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৪ আগস্ট ২০২২
সূত্র: জাগোজবস