নিজস্ব প্রতিবেদক:
স্কুল-কলেজের বেতন-ফি মওকুফসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও ছাত্র সমাবেশ করেছে রাজশাহী জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। মহান শিক্ষা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নগরের জিরোপয়েন্টে এর আয়োজন করা হয়।
দাবিগুলো হলো- অনলাইন ক্লাস নিশ্চিত করতে শিক্ষার্থীদের বিনামূল্যে ডিভাইস ও ডাটা সরবারাহ করা, স্কুল-কলেজের বেতন-ফি মওকুফ করা ও টাকা যার শিক্ষা তার এই নীতি বন্ধ করা।
সমাবেশে সজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, বাসদ রাজশাহী জেলার সমন্বয় কমরেড আলফাজ হোসেন যুবরাজ, ছাত্র ফ্রন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রিদম শাহরিয়া, ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য জেসান অর্ক মারান্ডি।
এসময় উপস্থিত ছিলেন, বাসদ রাজশাহী জেলার সদস্য সহবুল আলী।